ফায়ার সার্ভিসের প্রায় ১ ঘন্টার চেষ্ঠায় আগুন কন্ট্রলে ,ক্ষয়ক্ষতি ২০ লক্ষ টাকা, প্রতক্ষ্যদর্শীদের সাক্ষ্য ব্যক্তিগত জের এর প্রতিশোধ নিতে ইসলামী নেতার ইন্ধনে দেয়া হয়েছে দেশ টেইলারিংয়ে আগুন।
ঢাকা মোহাম্মদপুরে “দেশ টেইলারিং” নামক ব্যবসা প্রতিষ্ঠানে গত ১২ অগাস্ট সোমবার আনুমানিক রাত ৮টার সময় আগুন লাগার খবর পাওয়া গেছে । আগুনের সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায়১ ঘন্টার চেষ্ঠায় আগুন নেভাতে সক্ষম হয়। এত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৯০ ভাগ সম্পদ নষ্ট হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান এতে প্রায় ২০ লক্ষ্য টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি নাশকতা ব্যক্তিগত জের এর কারনে দেশ টেইলারিংয়ে ইচ্চাকৃত ভাবে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রতক্ষ্যদর্শী জানান, ইসলামী নেতা মাওলানা জোবায়েদ হোসেন এর নেতৃত্বে কিছু লোক মাথায় টুপি ও পাঞ্জাবি পরা দাড়িওয়ালা কয়েকজন এসে আগুন ধরিয়ে দ্রুত তারা চলে যায়। ওই প্রতক্ষ্যদর্শী জানান ব্যক্তিগত জের এর কারনে নিশ্চয়ই প্রতিশোধ নেয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এই নাশকতা করা হয়েছে।
পার্শবর্তী আবাসিক এলাকার বাসিন্দা মোঃ আসাদ উল্লাহ আসাদ এই সংবাদ প্রতিনিধিকে জানান, ব্যবসা প্রতিষ্ঠানটি তার বোনের। তিনি দেশের বাইরে থাকেন তাই এই ব্যবসাটি লীজ দেয়াছিলো। পূর্ব শত্রুতার জের ধরে, ইসলামী জঙ্গি গোষ্ঠী এই নাশকতা করতে পারে বলে তিনি জানান।
এ ব্যাপার মোহাম্মদপুর থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনর্চাজ জানান আগুন লাগার খবর পেয়েছি ,অভিযোগ আসলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।