বিয়ানীবাজার প্রতিনিধি :
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম (৫৪) কে গ্রেফতার করেছে র্যাব-৯ সিলেটের একটি দল। গত ৫ আগস্ট বিয়ানীবাজারে সংঘটিত বিএনপি কর্মী রায়হান হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার রাত ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও ওসি তদন্ত মোঃ ছবেদ আলী। আটক আশরাফুল ইসলাম বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের মনির উদ্দিন কমান্ডারের পুত্র।
জানা যায়, ২০ ডিসেম্বর শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে নিজ গ্রামের পশ্চিমের ক্ষেতের খামার থেকে সাদা পোশাকে র্যাব-৯ সিলেট এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাজানি হলেও র্যাব তাকে থানায় হস্তান্তর না করায় বিষয়টি নিশ্চিত করতে পারেনি স্থানীয় পুলিশ প্রশাসন। অবশেষে রাত প্রায় ১০টার দিকে র্যাবের ঐদলটি আটক আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম কে বিয়ানীবাজার থানায় নিয়ে আসে। কিন্তু তার বিরূদ্ধে দায়েরকৃত মামলাটি বর্তমানে সিআইডিতে তদানিন্তন থাকায় পরে তাকে ফের সিলেট সিআইডিতে হস্তান্তরের জন্য নিয়ে যায় র্যাব।
উল্লেখ্য, ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সন্ধ্যার দিকে বিয়ানীবাজার পৌরশহরে বিজয় উল্লাস শেষে থানায় আক্রমণ কালে গুলিবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে রায়হান নামক একজনের মৃত্যুতে তার ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় দায়েরকৃত হত্যা মামলায় (মামলা নং ০৭) অন্যদের সাথে আশরাফুল ইসলামকেও আসামি করা হয়। ঐ মামলার এজাহার ভুক্ত আসামি হিসেবে র্যাব তাকে আটক করেছে।
এবিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও ওসি তদন্ত মোঃ ছবেদ আলী বলেন, আশরাফুল ইসলামকে রায়হান হত্যা মামলার আসামি হিসেবে র্যাব গ্রেফতার করেছে। বিকাল সোয়া ৪টার দিকে গ্রেফতার করলেও রাত ১০টার দিকে থানায় নিয়ে আসার পর আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। ঐ মামলাটি এখন সিআইডিতে, তাই তাকে সিলেট সিআইডিতে হস্তান্তরের জন্য র্যাব নিয়ে গেছে।