1. thedailybangladeshtimes24@outlook.com : The Daily Bangladesh Times24 : The Daily Bangladesh Times24
  2. info@www.thedailybangladeshtimes24.online : The Daily Bangladesh Times24 :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

সীমান্তে আটক দুম্বা-ছাগল

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ভারতীয় ২৮ টি দুম্বা ও ৩৭ টি রাম ছাগল আটক করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় ভারতীয় ২৮ টি দুম্বা এবং ৩৭ টি রাম ছাগল আটক করা হয়।

আটককৃত দুম্বা এবং ছাগলের আনুমানিক বাজার মূল্য ৬১ লাখ ২০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, আসন্ন কোরবানি ঈদকে টার্গেট করে চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠেছে, সেজন্য চোরাই পথে এসকল পশু ভারত হতে পাচারের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই দুম্বা ও ছাগল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী পশুসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত